০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে দুর্বৃত্তদের হামলার অতংকে ব্যবসায়ীদের রাতভর পাহারা

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাট আতংকে পটুয়াখালী জেলা শহরের সদর রোডের স্বর্নকার পট্রি, নতুন বাজার আখড়াবাড়ি মন্দিরসহ বিভিন্ন ঝুঁকিপূর্ন এলাকায় স্ব-উদ্যোগে রাতভর পাহারা দিচ্ছে ব্যবসায়ীরাসহ স্থানীয়রা।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে এক শ্রেনীর দুর্বৃত্তদের কর্তৃক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনার ধারাবায়িকতায় পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের তান্ডব চালায়। বিশেষ করে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী ও বদরপুর গ্রামে বিভিন্ন বাসাবাড়িতে হামলা, ভাংচুর, মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাটের ঘটনায় পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার, নিউমার্কেট, পুরান বাজার, সবুজবাগ, হেতালিয়া বাঁধঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ফলে উল্লেখিত এলাকা সমূহের ব্যবসায়ীরা ও স্থানীয় সাধারণ মানুষ স্ব-উদ্যোগে রাতভর পাহারা দিতে দেখা গেছে।

নতুন বাজার ও সদর রোডের ব্যবসায়ীরা ৫০-৬০ জন দলবদ্ধ হয়ে রাত ৯ টা থেকে ভোর পর্যন্ত নতুন বাজার আখড়াবাড়ি হতে লঞ্চঘাট পর্যন্ত পাহারা দেন। এ পাহারার সময় রেডক্রিসেন্টের যুব ইউনিটের সদস্যরাও রয়েছেন।

এদিকে আইন শৃঙ্খলা রক্ষাসহ সদর থানা পুলিশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্য ও আনসার সদস্যরা রয়েছেন বলে জানান সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম উদ্দিন। এছাড়া সড়ক সমূহে যান চলাচলে শৃংখলা রক্ষায় শিক্ষার্থীদেরকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে ৩,৫৭০ কেজি জাটকা জব্দ; দুঃস্থদের মাঝে বিতরণ

error: Content is protected !!

পটুয়াখালীতে দুর্বৃত্তদের হামলার অতংকে ব্যবসায়ীদের রাতভর পাহারা

আপডেট সময়: ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাট আতংকে পটুয়াখালী জেলা শহরের সদর রোডের স্বর্নকার পট্রি, নতুন বাজার আখড়াবাড়ি মন্দিরসহ বিভিন্ন ঝুঁকিপূর্ন এলাকায় স্ব-উদ্যোগে রাতভর পাহারা দিচ্ছে ব্যবসায়ীরাসহ স্থানীয়রা।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে এক শ্রেনীর দুর্বৃত্তদের কর্তৃক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনার ধারাবায়িকতায় পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের তান্ডব চালায়। বিশেষ করে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী ও বদরপুর গ্রামে বিভিন্ন বাসাবাড়িতে হামলা, ভাংচুর, মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাটের ঘটনায় পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার, নিউমার্কেট, পুরান বাজার, সবুজবাগ, হেতালিয়া বাঁধঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ফলে উল্লেখিত এলাকা সমূহের ব্যবসায়ীরা ও স্থানীয় সাধারণ মানুষ স্ব-উদ্যোগে রাতভর পাহারা দিতে দেখা গেছে।

নতুন বাজার ও সদর রোডের ব্যবসায়ীরা ৫০-৬০ জন দলবদ্ধ হয়ে রাত ৯ টা থেকে ভোর পর্যন্ত নতুন বাজার আখড়াবাড়ি হতে লঞ্চঘাট পর্যন্ত পাহারা দেন। এ পাহারার সময় রেডক্রিসেন্টের যুব ইউনিটের সদস্যরাও রয়েছেন।

এদিকে আইন শৃঙ্খলা রক্ষাসহ সদর থানা পুলিশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্য ও আনসার সদস্যরা রয়েছেন বলে জানান সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম উদ্দিন। এছাড়া সড়ক সমূহে যান চলাচলে শৃংখলা রক্ষায় শিক্ষার্থীদেরকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।