জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ “’ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয় পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা এবং সফল মৎস্য খামারী এবং মৎস্য চাষীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসন এবং জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে সার্কিট হাউজ পুকুর সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। পরে তিনি বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্য কর্তকর্তা মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও ফিসারিজ বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান সাজিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত আরা জামান ঊর্মি, প্যানেল মেয়র আকলিমুনেচ্ছা রুবি, বাংলাদেশ মৎস্যজীবী লীগের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, পটুয়াখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি জেলা শাখার সভাপতি খন্দকার মিজানুর রহমান মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলায় ৪জন সফল মৎস্য খামারী এবং মৎস্য চাষীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, আমরা জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ এর স্লোগানকে সামনে রেখে দেশের মৎস্য সম্পদের কাঙ্খিত উন্নয়ন ঘটিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করে ২০৪১ সালে একটি সমৃদ্ধশালী র্স্মাট দেশ গঠনে সকলকে এগিয়ে আসা উচিৎ।