জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সংঘর্ষে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া’র পরিবারকে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে হৃদয়ের পরিবারের কাছে এক লাখ টাকার চেক দেয়া হয়েছে, সেই চেকটি আজ আমি হৃদয়ের পরিবারের কাছে হস্তান্তর করলাম। তিনি আরো জানান, চবি’র শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যু এটা অনাকাঙ্খিত একটি ঘটনা, কারো কাম্য নয়। আমি সমবেদনা জানাচ্ছি। এছাড়াও হৃদয়ের পরিবারের জন্য যা যা করনীয় পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।
উল্লেখ্য, হৃদয় চন্দ্র তরুয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের রতন চন্দ্র তরুয়া ও অর্চনা রানীর ছেলে। হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। হৃদয় চন্দ্র তরুয়া ১৮ জুলাই বিকেল ৩টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার পথে চট্রগ্রামের বহাদ্দার হাট এলাকায় গুলিবিদ্ধ হন। পাঁচ দিন পর ২৩ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। মঙ্গলবার রাত ৮ টার দিকে হৃদয়ের লাশ পটুয়াখালীর মুনসেফপাড়া বাসায় পৌছলে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে।
একমাত্র ছেলেকে হারিয়ে হৃদয়ের বাবা রতন চন্দ্র তরুয়া ও মা অর্চনা রাণী তরুয়া এবং বোন মিতু রানী শোকে ভেঙে পড়েন। বাবা-মা ছেলের মরদেহ আনতে ঢাকায় গিয়েছিলেন। ঐদিন রাতেই পটুয়াখালী পৌর শ্মশানে তার অন্তষ্টেক্রিয়া সম্পন্ন হয়। এ সময় শত শত লোক শ্নশানে উপস্থিত ছিলেন। নিহত হৃদয় চন্দ্র তরুয়া এর বাবা-মা ও বোন মিতু রানী এবং ভগ্নিপতি দীপক কর্মকারসহ স্বজনরা আজও শোক কেটে উঠতে পারেনি। এ শোক সইবার না জানান স্বজনরা।