অপূর্ব সরকার, পটুয়াখালীঃ পটুয়াখালী জাগোনারী কর্তৃক আয়োজিত দীর্ঘ ২ দিনব্যাপী এক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের বিষয় ছিলো উপজেলা স্বেচ্ছাসেবকদের প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা, প্রভাব ভিত্তিক পূর্বাভাস এবং দুর্যোগের স্থায়ী আদেশের উপর সক্ষমতা বৃদ্ধি।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০ টায় পটুয়াখালী জেলার পুলিশ সুপার মার্কেটের মল্লিকা কনফারেন্স রুমে জাগোনারীর “GFFO Multi-Hazard Anticipatory Action Initiatives in Bangladesh ” প্রকল্পের ২ দিনব্যাপী প্রশিক্ষনের আওতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার আজ শেষ দিন। এই প্রশিক্ষণ এর উদ্ভোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের ডীন আহম্মেদ পারভেজ। প্রাথমিক চিকিৎসার উপর প্রশিক্ষণ নিয়েছেন সহকারি পরিচালক, ফায়ার সার্ভিস, মো: আলিম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার- এন্টিসিপেটরি একশন “সেইভ দ্যা চিলড্রেন” এস এম নাইম ইসলাম। আরো উপস্থিত ছিলেন জাগোনারীর প্রজেক্ট অফিসার লাইজু আক্তার।
জাগোনারী কাজ করছে পটুয়াখালী সদর উপজেলার চারটি ইউনিয়ন (ইটবাড়িয়া, লোহালিয়া, ছোট বিঘাই ও বড় বিঘাই) এবং কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন (মহিপুর, লতাচাপলি, ধুলেশ্বর ও ডাব্লুগঞ্জ)। জাগোনারীর অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় পটুয়াখালী জেলার চৌরাস্তা, মৃধা প্যালেস থেকে। এদের কলাপাড়া মহিপুরে চেয়ারম্যান বাড়ির ফৌজিয়া ভবনেও অফিস রয়েছে বলে জানা গেছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন এন্টিসিপেটরি একশন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান প্রিন্স। তিনি সবাইকে উপস্থিত থাকায় শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।