• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে এক প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সংবাদ সম্মেলন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৬৫ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ পরিবারের সদস্যদের উপর হামলা করে মারধর ও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান গাজীর বিধবা স্ত্রী সোনাবান বেগম।

২৮ জুলাই (রবিবার) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনাবান বেগম বলেছেন, গত ২৬জুলাই শুক্রবার পটুয়াখালী সদর উপজেলার সেহাকাঠি মৌজার ৮৮ জেএল নম্বরে ২৮২ খতিয়ানের রেকর্ডীয় জমিতে তার পুত্র গার্মেন্টস কর্মী খোকন গাজী ও ফারুক গাজী নতুন ঘর তোলার জন্য মাপঝোপ করার সময় একই এলাকার মো. নান্নু গাজী(৬০), বাবুল গাজী(৫০), হাবলু গাজী(৪০), রাসেল গাজী(৩৫), রাহাত গাজী(২২), রিপন গাজী(২০), হাসান গাজী(১৮) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন জমিলোভী জবর দখলকারী সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে এলোপাথারী পিটিয়ে গার্মেন্টস কর্মী খোকন গাজী, ফারুক গাজী, রেখা আক্তার, পরি বেগম, জুয়েল মৃধাসহ কয়েকজনকে ফুলা জখম করে অবরুদ্ধ করে রাখে। এ খবর পেয়ে মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার বাদল ব্যানার্জী ও বীর মুক্তিযোদৃধা মো. নজরুল ইসলামসহ কয়েকজন মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। ঐদিনই মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী সোনাবান বেগম বাদী হয়ে উল্লেখিত হামলাকারী সন্ত্রাসী নান্নু গাজী(৬০), বাবুল গাজী(৫০), হাবলু গাজী(৪০), রাসেল গাজী(৩৫), রাহাত গাজী(২২), রিপন গাজী(২০)সহ ৭ জনকে চিহ্নিত করে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

লিখিত বক্তব্যে সোনাবান বেগম আরও জানান, সন্ত্রাসীরা বিভিন্ন সময় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ থেকে মুক্তি পাবার জন্য উপস্থিত সাংবাদিকদেরসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

সংবাদ সম্মেলনে সোনাবান বেগমের পুত্র গার্মেন্টস কর্মী ভিকটিম খোকন গাজী, পুত্র ভিকটিম ফারুক গাজী, মেয়ে ভিকটিম রেখা আক্তার, মেয়ে ভিকটিম পরি বেগম, নাতি জামাই ভিকটিম জুয়েল মৃধা, নাতি কামাল গাজী, সার্ভেয়ার খবির গাজীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা চান মিয়া প্রমুখ।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আরও খবর পড়ুন: