জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের লক্ষ্য এ শ্লোগান নিয়ে কোটা বিরোধী আন্দোলনের নামে মহামান্য হাইকোর্ট, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি অসম্মান আচরন এবং কোটা অধিকার বহালের দাবীতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান পটুয়াখালী জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মো. সোহেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী দিলিপ, মুক্তিযোদ্ধার সন্তান সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত, মুক্তিযোদ্ধার সন্তান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ইকবাল হোসেন ভুইয়াসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধার সন্তান এবং সাধারণ শিক্ষার্থীরা।