বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া ও পৌর মেয়র আলহাজ¦ মো. আলাউদ্দিন ভূইয়াকে নলচিড়া ইউনিয়ন বাসীর আয়োজনে এক গনসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া ও পৌর মেয়র আলহাজ¦ মো. আলাউদ্দিন ভুইয়াকে নলচিড়া ইউনিয়ন বাসীর আয়োজনে গনসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলচিড়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত পৌর মেয়র আলহাজ¦ মো. আলাউদ্দিন ভুইয়া।
শুক্রবার বিকেল ৪টার দিকে প্রায় হাজার নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে হাজিপাড়া সাইক্লোন সেল্টারের সভাকক্ষে এসময় উপস্থিত ছিলেন নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুশীল করাতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদার, সাবেক ছাত্রলীগ নেতা মো. ফরহাদ হোসেন, কাউন্সিলর ইখতিয়ার হাওলাদার, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক নেতৃবৃন্দ, সমাজসেবক-সহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।