মো: রিয়াজুল ইসলাম: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘বাংলা ব্লকেড’-কে সমর্থন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্দোলন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে মহাসড়কে শতাধিক যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় পবিপ্রবি টিএসসি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১১টায় পবিপ্রবি’র মূল গেটের বাইরে এসে বগা-লেবুখালী মহাসড়ক দখল করে অবরোধ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে বেলা ১২ টায় পায়রা সেতুর টোল প্লাজা দখল করে পবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা ঢাকা – কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে তারা। ৩ ঘন্টার এই কর্মসূচি পালনকালে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।