1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে বাজুস’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তারেক রহমানের বিরুদ্ধে কুরু*চিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের উদ্যোগে বিক্ষো*ভ মিছিল  তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল বাউফল বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল  পটুয়াখালীতে সেনাবাহিনীর সতর্কতামূলক অভিযান: বেপরোয়া অটোরিকশা চালনায় লাগাম ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল  গৌরনদীতে সকালে আন্দোলন, দুপুরেই স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ বাউফলে বাল্যবিবাহ’র আয়োজনে হঠাৎ বেরসিক ইউএনও, অতপর…. পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত যুবদল নেতা হ*ত্যার প্রতিবাদে বাউফলে জামায়াত-শিবির এর বিরুদ্ধে বিএনপির বিক্ষো*ভ

দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলার খেটে খাওয়া মানুষের বিশেষ করে মা-বোনদের মন জয় করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে ত্রিমুখী লড়াই সৃষ্টি করে মো: কাওসার আমিন হাওলাদার (কাপ পিরিচ) প্রতীকে বিজয় লাভ করেছেন। অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাইনুল ইসলাম রুবেল ফরাজি ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার শিরিন। রোববার (৯ জুন) ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৭টি কেন্দ্রের ১৭৯টি ভোট কক্ষে ৫৬.০৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিন মাহমুদ। তিনি আরও জানান, প্রদত্ত মোট ভোটের সংখ্যা ৪০ হাজার ২৪২ টি। এতে বৈধ ভোট রয়েছে ৩৯ হাজার ৩৬২ টি এবং বাতিলকৃত ভোট রয়েছে ৮৮০ টি।

ইউরোপের দেশ মাল্টা আ’লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার কাপ-পিরিচ প্রতীকে ১৪ হাজার ১০৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৪২ ভোট। এছাড়াও আ্যাডভোকেট মেহেদি হাসান মিজান আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৪৯ ভোট, মো. শাহজাহান সিকদার দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৮৯ ভোট ও ঘোড়া প্রতীকে মাওলানা রুহুল আমীন পেয়েছেন ৯৭৮ ভোট।

অপরদিকে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মাইনুল ইসলাম রুবেল ফরাজী (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৭৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মিজানুর রহমান মৃধা (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ‌২৭৮ ভোট। এছাড়াও রেজাউল হক রাজন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫ ভোট এবং বই প্রতীক নিয়ে মোহাম্মদ আ: রশিদ সরদার পেয়েছেন ২ হাজার ৯১৯ ভোট।

এদিকে হাঁস প্রতীকে ২১ হাজার ৭৪৪ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাজমুন নাহার শিরিন। তার নিকটতম প্রার্থী সৈয়দা রেজওয়ানা হিমেল কলস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ‌‌৭২৫ ভোট। অপর দিকে ফুটবল প্রতীক নিয়ে শিরিন আক্তার মিনু পেয়েছেন ২ হাজার ২৪৬ ভোট।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালের কারনে স্থগিত হওয়া দুমকী উপজেলা পরিষদের ৫টি ইউনিয়নে মোট ভোটার ছিল ৭১ হাজার ৭৫৫ জন। এতে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ জন এবং মহিলা ভোটার ৩৫ হাজার ৫৮ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট