জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকার নিজকাটা খাল থেকে প্রাকটিস টর্পেডোটি নৌবাহিনীর সদস্যরা উদ্ধার করে আজ সোমবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর শেরে বাংলা নৌঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি বলেন, খবর পেয়ে গত রবিবার পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ কোষ্টগার্ড ঘাঁটি থেকে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে শেরে বাংলা নৌঘাটি থেকে নৌ-বাহিনীর সদস্যরা সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছান। নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে রাতভর প্রাকটিস ডামি টর্পোডোটি পাহাড়া দেন। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জোয়ারের পানিতে খালটি ভরে গেলে প্রাকটিস ডামি টর্পোডোটি ভাসিয়ে শেরে-বাংলা নৌঘাটিতে নিয়ে যাওয়া হয়।
এর আগে রাঙ্গাবালীর মৌডুবি এলাকার নিজকাটা খালে রবিবার দুপুরে জোয়ারের পানির সাথে টর্পেডো সৃদশ বস্তুটি ভেসে আসলে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে কোষ্টগার্ড ও নৌবাহিনীকে খবর দেয়। এলাকায় প্রাকটিস ডামি টর্পোডোটি কি এবং কি কাজে ব্যবহার হয়, তা জানার ব্যাপক আগ্রহ সৃষ্টি হচ্ছে।