পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে স্ট্রোক করে মোসাঃ সেতারা বেগম (৬২) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমা সেতারা বেগম পটুয়াখালী জেলা কৃষক লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন এর বড় বোন এবং ২নং বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রামের নিবাসী মরহুম সাত্তার মীরার স্ত্রী।
জানা গেছে, গতকাল ২৩ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। তার ছেলেরা রাত পৌনে ১০ টার দিকে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন জানান, “আমার বোনের হাই প্রেশার ছিলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। সম্ভবত তীব্র গরম সহ্য করতে না পেরে তিনি হঠাৎ স্ট্রোক করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথেই তিনি মারা যান।”