পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার দেশের সর্বোচ্চ (৪০.২ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। পটুয়াখালী শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বর্তমানে ৪৩ থেকে ৫০ শতাংশে ওঠানামা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিগত ৪০ বছরের মধ্যে কলাপাড়ায় এর পূর্বে এমন তীব্র তাপমাত্রা রেকর্ড করা হয়নি। তবে মঙ্গলবার পটুয়াখালীতে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। পটুয়াখালী শহরে ৩৮.৫ ডিগ্রী সেলসিয়াস এবং কলাপাড়ায় ৩৮.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা জানান, ভ্যাপসা গরমে দিশেহারা সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচন্ড তাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের লোকজন। হাসপাতালগুলোতে বেড়েছে পানিশূন্যতা জনিত রোগীর সংখ্যা। পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিনাঞ্চলে দুই এক দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে।