পটুয়াখালী প্রতিনিধিঃ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সিনিয়র জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহনুর খান, সকল প্রার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে বিভিন্ন প্রার্থীদের মাঝে বরাদ্দকৃত প্রতীক ঘোষণা করেন।
ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৭ বারের জনপ্রিয় ইউপি সদস্য সরোয়ার হোসেন খান প্রতীক হিসেবে পান আনারস। প্রতীক ঘোষণার পরপরই তার কর্মী-সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে সরোয়ার হোসেন খান বলেন, “আনারস প্রতীক পেয়ে আমি সন্তুষ্ট। আমি ইতিপূর্বে ৭ বার মানুষের ভালোবাসা নিয়ে মেম্বার নির্বাচিত হয়েছি। আমি জনগণকে সাথে নিয়ে সব সময় কাজ করেছি। মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং পছন্দ করে। আমি যদি মানুষের সেই ভালোবাসা নিয়ে ভুরিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে ভুরিয়া ইউনিয়নের রাস্তা-ঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করবো ইনশাআল্লাহ।”