• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

গৌরনদীতে রাস্তার পাশ থেকে সদ্য নবজাতক উদ্ধার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ / ১৭৩ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ মঙ্গলবার ২৬ মার্চ রাতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার রাস্তার পাশের একটি ঝোপের ভেতর থেকে রক্ত মাখা অবস্থায় সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের উদ্ধারকারী পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের ফল বিক্রেতা মোঃ রুবেল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি পাইকারি ফল কিনতে বাটাজোর বন্দরের ফলের আড়তে যাচ্ছিলেন। এ সময় বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন রাস্তার পাশের ঝোপের ভেতরে এক নবজাতকের কান্না শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কুকুর বা বিড়ালের বাচ্চা কান্না করছে। ঘটনাস্থলের কাছাকাছি আসতেই তিনি বুঝতে পারেন এটি কোন মানুষের বাচ্চার কান্না। তখন তিনি রাস্তার পাশের ঝোপের ভেতরে উকি দেন। এ সময় তিনি দেখতে পান ঝোপের ভেতরে কাঁথায় মোড়ানো সদ্য ভূমিষ্ঠ একটি নবজাতক কান্না করছে। তখন তিনি আশপাশের লোকদের ডেকে সেখানে জড়ো করেন। এক পর্যায় তিনি ট্রিপল নাইনে ফোন দেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই শেখ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে নবজাতককে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর বলেন, “ধারণা করা হচ্ছে নবজাতকটি কারো অবৈধ সন্তান। তাই ভূমিষ্ঠ হওয়ার পরপরই তাকে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়া হয়েছে। গৌরনদী মডেল থানার এসআই শেখ শহিদুল ইসলাম বলেন, নবজাতকটি একটি কন্যা শিশু। রাত সাড়ে ৯ টার দিকে আমি ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার তৌকির আহমেদ জানান, “নবজাতক কন্যা শিশুটির সারা শরীরে রক্তমাখা অবস্থায় পুলিশ আমাদের কাছে নিয়ে আসে। আমরা তাকে ড্রেসিং করে ও চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি। এখন সে সম্পূর্ণ সুস্থ আছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “উদ্ধার করা নবজাতককে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবি হোমে হস্তান্তরর প্রক্রিয়া চলছে। বিষয়টির তদন্ত অব্যাহত আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আরও খবর পড়ুন: