• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পবিপ্রবি’র পাঁচ শিক্ষার্থীর হবিকৃতে প্রভাষক পদে নিয়োগ লাভ

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ / ২৮৫ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হবিকৃবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ লাভ করেছেন পবিপ্রবি’র ডিভিএম ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ডা. শারমিন সুলতানা রয়েল। একই সেশনের পবিপ্রবি’র কৃষি অনুষদের তারানা শারমিন বায়োকেমিস্ট্রি বিভাগে এবং এনিম্যাল হাজবেন্ড্রী’র সন্জিতা পাল এনিমেল সায়েন্স বিভাগের প্রভাষক পদে নিয়োগ লাভ করেছেন।

এছাড়াও ডিভিএম ২০১৫-১৬ সেশনের ডা. আবুল কালাম আজাদ হকৃবি’র এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক পদে নিয়োগ লাভ করেছেন ও মো. মামুনুর রশীদ এগ্রিকালচারাল ক্যামিস্ট্রি বিভাগের প্রভাষক পদে নিয়োগ লাভ করেছেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে সন্জিতা পাল সাউথ বিডি নিউজ ২৪-কে বলেন, “আসলে এটা একটা ভালো লাগার মুহূর্ত আমার জন্য। কারণ আমি অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি এবং সৃষ্টিকর্তা আমার সহায় ছিল বলেই হয়ত আমি এখানে আসতে পেরেছি।”

নিয়োগের বিষয়ে ডা. শারমিন সুলতানা রয়েল বলেন, “সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করতে অনেক কষ্ট করেছি।”

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারের স্বাক্ষরিত বিভিন্ন অনুষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।


আরও খবর পড়ুন: