পটুয়াখালী প্রতিনিধিঃ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং ৬ টি জেলার টিএফসি, ৪ টি উপজেলা টিএফসি এবং ১০টি পৌরসভার টাস্কফোর্স কমিটির সদস্যদের মধ্যকার সমন্বয় গড়ে তোলা এবং নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বেলা ১১ টায় পটুয়াখালী পৌরসভা মেয়র’র কনফারেন্স কক্ষে দি ইউনিয়ন ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস সহাতায় ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও আদর্শ মানবসেবা সংস্থার আয়োজনে তামাক বিরোধী টাস্কফোর্স কমিটির সদস্যদের মধ্যকার সমন্বয় নিশ্চিত করন সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফারুক হোসেন মৃধা।
আদর্শ মানবসেবা সংস্থার এ্যাডভোকেসী অর্গানাইজার মো: মাসুদ রানা শিবলীর সঞ্চালনায় সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ (সংশোধন-২০১৩) এর ৫ম ধারা বাস্তবায়ন ও ধূমপায়ীদের নিরুৎসাহিত করার জন্য প্রকল্পের লক্ষ্য ও করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর।
সভায় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, একেএম কলেজের সহকারী অধ্যাপক মো: শফিউল বশার, লতিফ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, ব্লাস্টের সমন্বয়কারী এ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শারমিন সুলতানা, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার, কাউন্সিলর ঝর্ণা সিকদার প্রমুখ।
উক্ত প্রকল্পের আওতায় বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল জেলা শহর বাদে বরিশাল বিভাগের বাকি ৫ টি জেলা শহরের ৫ টি পৌরসভা ও ৬ টি জেলা সমূহের অধীন ১২ টি উপজেলার ১২ টি পৌরসভা এলাকায় গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও আদর্শ মানবসেবা সংস্থা এবং ১৮ টি স্থানীয় এনজিও উন্নয়ন সংস্থাসমূহের বাস্তবায়নে এবং দি ইউনিয়ন ও ব্লুমবার্গ ইনিশিয়েটিভ টু রিডিউস ট্যোবাকো ইউজ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠানিক প্রক্রিয়াসমূহ জোরদার করন শিরোনামে এ প্রকল্প’র কাজ শুরু হয়েছে। ২৪ মাস মেয়াদী চলমান (মে ২০২৩ থেকে এপ্রিল ২০২৫) এ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বরিশাল বিভাগের ৬ টি জেলার ১৮ টি প্রকল্প এলাকার ১৮ টি পৌরসভা/স্থানীয় সরকার প্রতিষ্ঠান জেলা তামাক নিয়ন্ত্রন টাস্কফোর্স কমিটি, উপজেলা তামাক নিয়ন্ত্রন টাস্ক ফোর্স কমিটি সমূহের সাথে সভার আয়োজনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রন কার্যক্রমের যৌথ পরিকল্পনা ও বাস্তবায়ন করার কার্যক্রম চলছে বলে আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর জানান।