• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে মেয়র প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ / ২৩৪ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধী প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ এর জগ প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতে কোন এক সময় পৌর শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্ক এলাকা থেকে লঞ্চঘাট হয়ে ফৌজদারী পুল পর্যন্ত সড়কে টাঙ্গানো পোষ্টার কে বা কারা ছিড়ে ফেলেছে।

বুধবার সকালে লঞ্চঘাট, আদালত পাড়া, শিশুপার্ক, স্বনির্ভর সড়ক এলাকায় গিয়ে দেখা যায় এসব সড়কে জগ প্রতীকের পোষ্টার গুলো সড়কের পাশে পরে আছে, কোথাও বা স্তুপ করে রাখা হয়েছে। তবে কে বা করা এসব পোষ্টার ছিড়ে ফেলেছে সে বিষয়ে কেউ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ ঘটনায় মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। মহিউদ্দিন আহম্মেদ বলেন, “একটি সুষ্ঠ প্রক্রিয়ায় উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার রাতে অনেক এলাকায় আমার পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে। আমি রিটানিং অফিসারকে অবহিত করেছি। এ ধরনের কাজ যারা করেছেন তাদের বিচার জনগন করবে।”

জেলা সিনিয়র তথ্য অফিসার ও রিটানিং কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, “এ বিষয়ে জগ মার্কার প্রার্থী আমাকে অবহিত করেছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এবার ইভিএম এর মাধ্যমে পৌরসভার ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আরও খবর পড়ুন: