1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন পটুয়াখালীতে গণধ*র্ষণে*র শিকার এক তালাকপ্রাপ্তা মহিলা বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন

উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার ছেলে চা দোকানীর উপর অতর্কিত হামলা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার ছেলে চা দোকানীর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার নতুন শিকারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ছেলে লিমন হাওলাদার ও মিজানুর রহমান প্রচারের জন্য যৌথ ভাবে মাইক ভাড়া করে। লিমন হাওলাদার মাইক ভাড়ার পাওনা টাকা মিজানুর রহমানের কাছে চাইতে গেলে উভয়ের মধ্যে বিবাদ শুরু হয়। এরই প্রেক্ষিতে ৩ মার্চ রাত সাড়ে ১১ টায় শিকারপুর ইউনিয়নে সাকুরা পাম্প সংলগ্ন পাল্কি হোটেলের সামনে লিমন হাওলাদারের উপর অতর্কিত হামলা চালায় সোনার বাংলা গ্রামের মিজানুর রহমান, মোসাঃ মিতালী বেগম, বাবুল হাওলাদার, রাজু হাওলাদার, রুবেল হাওলাদার ও আসমা বেগম। এতে লিমন হাওলাদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে নগদ ১৬ হাজার ৭৩৫ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। আহতকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় ৪ মার্চ আহত’র স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে আহত লিমন হাওলাদার সাংবাদিকদের জানান, মাইকের ভাড়া চাইতে গেলে হত্যার উদ্দেশ্য আমার উপর ওই সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হামলা চালায়। আরো বলেন মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি সে এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। হামলাকারীদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার এসআই আশিকুর রহমান জানান অফিসার ইনচার্জের নির্দেশে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট