• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালীর ইটবাড়িয়া অটিজম স্কুলে ভাষা শহিদদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ / ২৩৭ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

পটুয়াখালী প্রতিনিধিঃ একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অটিজম সাপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ অর্ন্তভূক্ত পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া অটিজম স্কুলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একুশে ফেব্রুয়ারী বুধবার সকাল ১০.৩০ টায় ইটবাড়িয়া অটজম স্কুল প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি এর সভাপতিত্বে ও অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক পুতুলের পরিচালনায় মহান ভাষা শহিদদের স্মরনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অটিজম স্কুলের প্রধান উপদেষ্ঠা সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সরদার আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, অভিভাবক মো. হাবিবুর রহমান, অভিভাবক মোসাঃ খালেদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আয়শা আক্তার, নিপা আক্তার, সাজেদা, মনিরা, জান্নাতুল আরেফিন রুমা ও জুলিয়া আক্তার। সভায় প্রধান অতিথি মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা আন্দোলন ও রক্তদানের ইতিহাস তুলে ধরে বলেন, একমাত্র বাংলাদেশ মায়ের ভাষা মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছে। বিশ্বের আর কোনো দেশ মসতৃভাষার জন্য জীবন দেয় নাই। তাই আমরা গর্বিত জাতি।

তিনি বলেন, ২০১৮ সালে এ অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা সামসুন্নাহার ২২ শতাংশ জমি দান করে এ গ্রামের অবহেলিত অটিজম শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছে দেয়ার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন। আজ এ স্কুলে ১৮০ জন অটিজম শিশু শিক্ষা গ্রহন করছে। ১৩ জন শিক্ষক-কর্মচারী কাজ করছেন। এ প্রতিষ্ঠানটি অটিজম শিশুদের জীবনমান উন্নয়নসহ অভিভাবকদের মাঝে আশার আলো সৃষ্টি করছে। তিনি এই অটিজম স্কুলের অবকাঠামোর উন্নয়ন ও এলাকার অবহেলিত অটিজম শিশুদের শিক্ষায় শিক্ষিত এবং হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারদেরকে পুর্নবাসনের জন্য সরকারের কাছে জোড় দাবী করেন।

এর আগে পৌরসভার নবনির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।


আরও খবর পড়ুন: