পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ খ্রিঃ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা শুরু।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ এর সভাপতিত্বে প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বি.এম শাহজাহান পারভেজ, প্রধান শিক্ষিকা লুৎফুননেছা, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. হারুন, বদরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন। পটুয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযগিতার দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় উক্ত মাঠে পুরস্কার বিতরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পটুয়াখালী পৌরসভাধীন প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।