• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

বর্ণিল আয়োজনে পটুয়াখালী মেডিকেল কলেজের এক দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ / ৯০৬ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, বর্নাঢ্য র‌্যালী, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ এর এক দশক পূর্তি উৎসব।

বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও কেক কাটা ও নাচগানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়। এরপর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ডাঃ সিদ্ধার্থ শংকর দাসের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এম এ মান্নান, সাবেক অধ্যক্ষ এস এম আবুল হাসান, সাবেক অধ্যক্ষ ডাঃ গোলাম রহমান, সাবেক অধ্যক্ষ ডাঃ ফশজুল বাশার, জেলা বিএমএ এর সাধারন সম্পাদক সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ডাঃ মাহামুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা প্রমুখ।

বিকেলে সাংস্কৃতি অনুষ্ঠান ও কলেজ মাঠে ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। উক্ত কলেজে প্রতি ব্যাচে ৫২ জন করে ৩ টি ব্যাচে ১৫৬ জন ডাক্তার হয়ে বের হয়েছেন এবং ৪র্থ ব্যাচের ইন্টার্নি চলছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বলে কলেজ কর্তৃপক্ষ জানান।


আরও খবর পড়ুন: