• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

দুমকীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ নির্মাণ, স্বপ্ন বাস্তবায়নের পথে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ / ১৮০ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: জমি অধিগ্রহণ সংক্রান্ত নানা জটিলতা নিরসন শেষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য পটুয়াখালীর দুমকীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে ‘বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ এর নির্মাণ কাজ। এতে এ উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের লোকজনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে সরকারি জনতা কলেজের উত্তর দিকে এলজিইডি রাস্তার পূর্ব পাশে ২৭ শতাংশ খাসজমির সাড়ে ৯ শতাংশের ওপর ৩ কোটি ৫০ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৪ তলা বিশিষ্ট এ ভবন।

বুধবার(১৩ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, ভবনটির ৩য় তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। অপর দিকে ১ম ও ২য় তলায় ৬টি করে মোট ১২ টি দোকানের জন্য নির্ধারিত স্টলের কাজও শেষ পর্যায়ে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ ইউনুচ এন্ড ব্রাদার্সের পক্ষ থেকে মোঃ আবুল বাশার জানান, ভবনটির ৩য় তলায় কমিউনিটি সেন্টার এবং ৪র্থ তলায় মুক্তিযোদ্ধাদের অফিস কক্ষ ও সভাকক্ষ নির্মাণ করা হবে এবং ৪র্থ তলা পর্যন্ত সিড়ির কাজ চলমান রয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ের পূর্বেই আমরা শতভাগ কাজ সম্পন্ন করতে পারবো।

উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা বলেন, এ ভবন নির্মাণের ফলে আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার সাউথ বিডি নিউজকে বলেন, দীর্ঘ বছর যাবৎ জমি নির্ধারণের অভাবে ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ নির্মাণ করা সম্ভব হয়নি। এ জটিলতা নিরসন হয়েছে। নির্মাণ কাজ শুরু করার সময় নকশায় কিছু ত্রুটি দেখা দিলে প্রকল্প পরিচালকের সাথে ঢাকায় যোগাযোগ করে তা সংশোধন করে দিয়েছি।

৬০% কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে উপজেলা প্রকৌশলী মোঃ সাদ জগলুল ফারুক বলেন, কাজের গুনগত মান নিয়ন্ত্রনে আমি নিয়মিত মনিটরিং করছি।

প্রসঙ্গত, নির্মাণাধীন এ ভবনটি আগামী বছরের ২৮ এপ্রিলে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। আর এ উপজেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১৩৪ জন এবং জীবিত আছেন ৫৪ জন।


আরও খবর পড়ুন: