1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে দুমকিতে লাঞ্ছিত মাছ বিক্রেতাকে উল্টো মামলা দিয়ে হয়রানী!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা চাইতে গিয়ে লাঞ্ছিতের শিকার মাছ বিক্রেতাকে উল্টো মিথ্যে মামলায় হয়রানীর অভিযোগ ওঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মাছ বিক্রেতার অভিযোগটি আমলে না নিয়ে স্কুল শিক্ষকের অভিযোগটি সাধারণ ডায়েরি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪৪নং উত্তর পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গত মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর পাঙ্গাশিয়া গ্রামের জনৈক আ. গণি খার ছেলে পেশাদার ইলিশ জেলে ও মাছ বিক্রেতা আবুল খা (৪৫) প্রতিবেশী ৪৪নং উত্তর পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুল মাষ্টারের কাছে পূর্বের বকেয়া মাছের টাকা পায়। ঘটনার দিন ওই সময়ে ওই বকেয়া পাওনা টাকা আনার জন্য স্কুল কম্পাউন্ডে গেলে পূর্বশত্রুতার জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল চাঁদ হাওলাদার তার (আবুল খা) সাথে কেন স্কুল কম্পাউন্ডে ঢুকেছে এ প্রশ্নে তর্কে জড়ায় ও এক পর্যায়ে প্রধান শিক্ষক লাল চাঁদ হাওলাদার ও তার সহদর মেঘনাথ হাওলাদার মিলে আবুলকে শারীরিকভাবে মারধরসহ লাঞ্চিত করে। এঘটনায় বিচারের দাবিতে লাঞ্ছিতের শিকার মাছ বিক্রেতা আবুল খা অভিযুক্ত লাল চাদ মাষ্টার ও তার সহদর মেঘনাথ হাওলাদারের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অপর দিকে প্রকৃত ঘটনা আড়াল করতে ওইদিনই রাতেই সংখ্যালঘু স্কুল শিক্ষক লাল চাঁদ মাষ্টারকে মারধরের অভিযোগে আবুল খার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। মাছ বিক্রেতা আবুল খা অভিযোগ করে জানান, এয়াজনামা শর্তের জমিজমার পূর্ব শত্রুতাট জেরে স্কুল শিক্ষক লালচাঁদ তাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেছে। এখন সংখ্যালঘুর ধূয়াতুলে আমাদের এয়াজ শর্তের দলিল ফেরত না দেয়ার পায়তারা করছে এবং উল্টো মারধরের অভিযোগ এনে শিক্ষক সমিতির মাধ্যমে চাপ সৃষ্টি করছে। স্কুল শিক্ষক লাল চাদ হাওলাদারের মোবাইল নম্বরে একাধিক বার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

উভয় অভিযোগের তদন্ত কর্মকর্তা দুমকি থানার এসআই শুভ বাড়ৈ জানান, “দু’টি অভিযোগই তদান্তধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।” দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট