• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

হাতুড়ি দিয়ে পিটিয়ে বিকাশ এজেন্টের দের লাখ টাকা ছিনতাই

গোপাল হালদার, পটুয়াখালীঃ / ২১৫ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

গোপাল হালদার, পটুয়াখালীঃ পটুয়াখালীতে বিকাশের এক এজেন্টের কর্মীর কাছ থেকে দের লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯টায় পটুয়াখালী সদরের নন্দকানাই এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী শহরের বিকাশ এজেন্ট শ্রী কৃষ্ণ ভ্যারাইটিসের দোকানী নিহার বৌদ্য রাত ৯টা ২০ মিনিটে নন্দকানাই শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের শারদীয় দূর্গা পূজার ডেকোরেটরের বকেয়া টাকা দেওয়ার জন্য তিনি তার দোকানে মন্দিরের ১ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা রাখেন।

স্থানীয় প্রশান্ত শীল নিপ্পন বলেন, বরুণ, তরুণ, বিভা, পিজুস ও রাসেল দোকানী নিহার’কে আতর্কিত হামলা করে। আমরা স্থানীয়রা তাদের থামাতে গেলে আমাদের উপরও তারা হামলা করে।

দোকানী নিহার বৌদ্য বলেন, আমি দোকানে বসে টাকার হিসেব করছিলাম তখন চার পাচ জন এসে আমার উপর হাতুড়ি ও ইট দিয়ে আতর্কিত হামলা চালায়। আমার কাছে থাকা মন্দিরের পূজার ডেকোরেটরের বকেয়া টাকা তখন ওই চার জন আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যান। ওই ক্যাশের মধ্যে প্রায় দের লাখ টাকা ছিল।

অভিযুক্ত বরুণ মন্ডল বলেন, আমি দোকান দিয়েছি অল্প কিছুদিন হয়। আমি বিকাশ এজেন্টের জন্য অফিসে আবেদন করলে ওই অফিসে চাকরি করা পবিত্র আমার এজেন্ট দিতে অস্বীকার করে। পরবর্তীতে আমার মা জিজ্ঞেস করলে বাদবিতণ্ডা হয় ও আমাদের উপর আতর্কিত হামলা করে।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর পড়ুন: