ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া আজ ২১ অক্টোবর (শনিবার) সকাল ৬ টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার নামাজে জানাজা আজ বিকাল ৩ টায় ঢাকায় ন্যাম ভবন এর সামনে এবং আগামী কাল সকাল ১১টায় পটুয়াখালী ঝউতলা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এ্যাড. শাহজাহান মিয়া ১৯৯৬-২০০১ সালে বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী, ২০০৮-২০১৩ এবং ২০১৮ থকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘ ২৬ বছর পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ষ্টাফ রিপোর্টারঃ 














