• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালনের নামে অসম্মান বরগুনা সদর হাসপাতালে

ষ্টাফ রিপোর্টার, বরগুনাঃ / ২৯৪ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

ষ্টাফ রিপোর্টার,বরগুনাঃ শেখ রাসেলের জন্মদিন পালনের নামে উল্টো শেখ রাসেলকে অসম্মান করার অভিযোগ উঠছে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় সংশ্লিষ্ট একটি ছবি ছড়িয়ে পড়ার মধ্যে দিয়ে এমনই অভিযোগ ও সমালোচনার ঝর ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ১০০ শয্যার জেনারেল হাসপাতালের নিচতলায় বারান্দার একটি দেয়ালে শেখ রাসেলের ছবির সামনে রোগীদের স্ট্যাচারের ওপর সরকারি সম্পত্তি লেখা রোগীদের একটি বেডশিট দিয়ে তার ওপর কয়েকটি ফুল রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের অনুমতিতে এ আয়োজন করা হয়েছে।

এর আগে একইদিন দুপুরে স্থানীয় স্বাস্থ্য সেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা জেনারেল হাসপাতালে তথ্য সংগ্রহে গেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এমন আয়োজন তাদের দৃষ্টিতেও আসে। এসময় এমন সব আয়োজন নিয়ে ব্যস্ততার অজুহাতও দেন তত্তাবধায়ক লোকমান হাকিম।

এ বিষয় স্থানীয় সংবাদকর্মী রিপন মালী বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে সাজসজ্জার চিত্র দেখে আবাক হয়ে গেছি। মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। লোক দেখানো এমন আয়োজন না করাই ভালো, এটা ইচ্ছাকৃত ভাবে অসম্মান করা ছাড়া কিছুই না।

তিনি আরও বলেন, আমরা হাসপাতালে কিছু তথ্যের জন্য তত্ত্বাবধায়কের কাছে এসেছিলাম। তখন তিনি এমন আয়োজনে ব্যস্ততার অজুহাত দিয়ে আমাদের চলে যেতে বলেন।

বরগুনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি রায়হান শাওন বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও যেখানে আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় সেখানে শেখ রাসেলের জন্মদিন পালনে এমন দায়িত্ব অবহেলা নাকি ইচ্ছাকৃত ভাবে অপমান করা এটা আমাদের বোধগম্য নয়। আশাকরি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজর নেবেন।

এ বিষয় নিয়ে ফেসবুক পোস্টে বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকার বলেন, বরগুনা সদর হাসপাতালের ছবি এটি।
দুঃখজনক, সঠিক সম্মান দিতে না পারলে অসম্মান করার অধিকার কারো নাই।

এ বিষয় জানতে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তত্তাবধায়ক লোকমান হাকিমকে মুঠোফোনে পাওয়া যায়নি।


আরও খবর পড়ুন: