• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞার খবর শুনতে রাতে বরগুনা মাছ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

রিপন মালী, বরগুনাঃ / ২৫১ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

রিপন মালী, বরগুনাঃ দেশে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার এ সময়ে সামুদ্রিক মাছের চাহিদা পূরণ করতে মাছ কিনতে বাজারে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

বুধবার (১১ অক্টোবর) রাত ১০ টা থেকে এমন দৃশ্য দেখা গেছে বরগুনা পৌর মাছ বাজারে।

মাছ বিক্রেতারা জানান, নিষেধাজ্ঞার কথা শুনে মাছ কিনতে মাছ বাজারে ভীড় করছেন স্থানীয় ক্রেতারা। তাই অন্যদিনের তুলনায় চাহিদা অনুযায়ী মাছ দিতে পারছেন না তারা।

মাছ ক্রেতা পৌর এলাকার বাসিন্দা রিয়াজুল বলেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় মাছ ধরা, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকবে। তাই পরিবারের সামুদ্রিক মাছের চাহিদা পূরণ করতে বেশ কিছু মাছ কিনতে বাজারে এসেছি। কিন্তু এসে দেখি অনেক ভীড়। কারন শেষ সময়ে আমার মতো এমন অনেকেই মাছ কিনতে বাজারে এসেছে।

ইসতিয়াক নামে আরেক ক্রেতা বলেন, গত সপ্তাহের তুলনায় কেজিতে মাছের দাম ১০০ টাকার মতো বেড়েছে। তবুও আমি ২কেজি ইলিশ কিনেছি ১২০০ টাকা কেজি দরে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা। যা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এসময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে।


আরও খবর পড়ুন: