 
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবীতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলাম।
সোমবার বিকাল ৫ টায় পুরান বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে কাঠপট্টি, বনানী মোড়, কলেজ রোড, পৌরসভা মোড়, লতিফ স্কুল সড়ক ও কাজীপাড়া রোড হয়ে তিতাস মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম কায়সারীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য, জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী আবদুল্লাহ আন নাহিয়ান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান খান, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর প্রমুখ।
বক্তারা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ এর আইনী ভিত্তি সহ ৫ দফা দাবী মেনে নিয়ে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার  জন্য সরকারের কাছে দাবী জানান। 
এ সময়  জামায়াত ও শিবিরের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
 
																			 
																		 জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
																জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ								 
 
             
















