গত ৮ জানুয়ারী ২০২৬ খ্রীঃ সাউথ বিডি নিউজ ২৪ ডট কম এ প্রকাশিত “পটুয়াখালীতে আকিজ সিরামিক্স লিঃ এর এ’ গ্রেডের পরিবর্তে বি’ গ্রেডের পন্য সরবরাহের অভিযোগ উঠেছে’ শিরোনামের সংবাদটির দৃষ্টি আকর্ষন করে প্রতিবাদ করেছেন রিটেইলার মেসার্স শুভেচ্ছা সেনিটারির ইলিয়াস ও ডিলার ফারহানা সেনিটারির স্বত্ত্বাধিকারী ফারুক ও ডোর হাউজ নামক প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহীন।
তারা বলেন, “আমরা আকিজ সিরামিক্স লিঃ এর ডিলার হিসেবে ব্যবসা করে আসছি। আমরা আকিজ সিরামিক্স লিঃ এর পন্য এ’ গ্রেডের বিল করে বি’ গ্রেডের পন্য সরবরাহ করেছি, এটা মিথ্যা অভিযোগ করেছে বদরপুরের মেসার্স সিকদার ট্রেডার্স এর মালিক মোঃ কাওছার।”
অভিযোগকারী কাওছার এ ব্যাপারে বলেন, “উনারা (মেসার্স শুভেচ্ছা সেনিটারি ইলিয়াস ও ফারহানা সেনিটারির স্বত্ত্বাধিকারী ফারুক ও ডোর হাউজ নামক প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহীন)
ডিলার না, তা কোম্পানীর আর একজন ডিলার নতুন বাজারের মেসার্স সিকদার এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ হাবিবুর রহমান আমাকে নিশ্চিত করলে আমি প্রতিবেদককে বলেছি তারা ডিলার না।”
অভিযোগকারী কাওসার আরো বলেন, “আমার দোকানের জন্য সিরামিক্স মালামাল ক্রয়ের জন্য বিভিন্ন কোম্পানীর লোকের কাছে সন্ধান চাওয়ায় ন্যাশনাল পলিমার ডোরের বিক্রয় প্রতিনিধি বিষয়টা জানতে পারে, তখন সে পটুয়াখালী ডোর হাউজের কাছে বিষয়টা জানায়, পটুয়াখালি ডোর হাউসের প্রোপাইটর আকিজ সিরামিক্স লিঃ এর টেরিটরি ম্যানেজার মোঃ অসিম উদ্দিন (এন রোল নং ৪৯৮৪২৮) এর সাথে কথা বলে অর্ডার সংগ্রহ করতে বলেন, তখন অসীম বদরপুর গিয়ে অর্ডার সংগ্রহ করে পটুয়াখালী ডোর হাউজকে পাঠিয়ে দেন, আকিজ সিরামিক্স পন্যের অর্ডার দিলে এ’ গ্রেডের ৬টি কমোট, ৪টি বেসিং, ২০টি প্যান লিখে ৬৫,৯৬০ টাকার বিল পটুয়াখালী ডোর হাউজের কাছে প্রেরণ করেন, এবং পটুয়াখালী ডোর হাউজ বিলের প্রেক্ষিকে মালামাল পাঠায়। সেখানে ভুলবশত ৭২৮৯ টাকার কমোডের পরিবর্তে ৯৫৭৯ টাকার কোমোডও চলে যায় ৩ টি, এটা সম্পুর্ণই ভুল হয়েছে পটুয়াখালী ডোর হাউজের ম্যানেজারের কারনে। এ ভুলের কারনে পটুয়াখালী ডোর হাউজের মালিক ম্যানেজারকে চাকুরী থেকে অব্যহতি দেয়, পরবর্তীতে জানতে পারলাম এ’ গ্রেডের বিল করে বি’ গ্রেডের মালামাল দেওয়া সম্পূর্ন ভুল বোঝাবুঝি, সে ভুলের সমাধান হয়েছে। উক্ত মালামাল সরবরাহে টেরিটরী ম্যানোজার অসীম দায়ী নয় এবং এ মালামাল সরবরাহে মেসার্স শুভেচ্ছা সেনিটারি ইলিয়াস ও ফারহানা সেনিটারির স্বত্ত্বাধিকারী ফারুক ও ডোর হাউজ নামক প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহীনের সংশ্লিস্টতা নাই। তথ্যে গড়মিল থাকায় দুঃখ প্রকাশ করছি আমি কাওছার।”
প্রতিবেদকের বক্তব্য হচ্ছে, “বদরপুরের সিকদার ট্রেডার্সের কাওছার ও সিকদার এন্টারপ্রাইজের হাবিবুর রহমানের অভিযোগের সূত্রে উক্ত সংবাদটি প্রকাশিত করা হয়।” (বিজ্ঞপ্তি)
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 












