পটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গম চরাঞ্চল চন্দ্রদ্বীপ ইউনিয়নে আসন্ন ত্রয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসন কর্তৃক গণভোট উপলক্ষে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এই প্রচারণার অংশ হিসেবে চন্দ্রদ্বীপের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক এবং ভোটকেন্দ্র পরিদর্শন করা সহ লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এসব উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতিমূলক কার্যক্রম সহ উঠান বৈঠক, কেন্দ্র পরিদর্শন সহ লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। চন্দ্রদ্বীপের প্রতিটি ভোটার যাতে উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি ভোটারদের সচেতন করতে এবং কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকেও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। তিনি ভোটারদের উদ্দেশ্যে ভোটদান প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন এবং নির্বাচন সংশ্লিষ্ট আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন।
উঠান বৈঠক শেষে কর্মকর্তারা ইউনিয়নের নির্ধারিত ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তারা কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের যাতায়াতের সুবিধা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ 













