র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় পটুয়াখালী জেলার দুমকি এলাকা হতে অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার সদর থানার চাঞ্চল্যকর হত্যার ঘটনায় পলাতক অভিযুক্ত মোঃ সেলিম গাজী (২৮) পিতা-মৃত জয়নাল গাজী, সাং চর গবরদী, পোঃ বোর্ড অফিস, থানা দুমকি জেলা পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরনে জানা যায়, ভিকটিমের কাছ থেকে মামলার প্রধান অভিযুক্ত টাকা ধার নেয়। উক্ত পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। গত ১৪/১১/২০২৫ইং তারিখ বিকালে ভিকটিকে তার পাওনা টাকা নেয়ার জন্য ফোনের মাধ্যমে জানালে ভিকটিম তার কথামত অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্তগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী একত্রে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে মারধর করে। পরবর্তীতে গুরুত্বর রক্তাক্ত যখম প্রাপ্ত ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয় এবং উন্নত চিকিৎসা গ্রহণ কালে গত ১৫/১১/২০২৫ইং তারিখে ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার আইওর নিকট হস্তান্তর করা হয়।
অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 













