মহান বিজয় দিবসে পটুয়াখালী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাস্ট্র মন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ৭১’র মহান মুক্তিযুদ্ধে ও ২৪ জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন বিশেষ করে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, সেক্টর কমান্ডারদের সহ সকল শহীদদের স্মরন করে বলেছেন, “মুক্তিযুদ্ধের সময় যারা নেপথ্যে থেকে যুদ্ধ করেছেন, সহায়তা করেছেন, যে সকল মায়েরা ভাত রান্না করে ঝুৃঁকি নিয়ে কাপড়ের আচলের নীচে করে ভাত নিয়ে জঙ্গলে মুক্তিযোদ্ধাদের দিয়েছেন, যে মাঝিরা ঝড়ের রাত্রে মুক্তিযোদ্ধাদেরকে নদী পাড় করে দিয়েছেন তাদেরকেও আমি স্মরণ করি। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ে এখনও যারা আহত অবস্থায় আছেন আমি তাদের সুস্থতা কামনা করছি।”
আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেছেন। আজ কোটি কোটি মানুষ তাঁর আদর্শের রাজনীতি করছেন। আমরা তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য ৫৪ বছর ধরে আন্দোলন করে আসছি। দেশ এগিয়ে নিতে বাধা আসবেই, আমারা তারেক রহমানের নেতৃত্বে সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবো।”
এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মোঃ সালাহউদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, আতিকা ডলি ও নিলুফা বেগমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
জালাল আহমেদ: 













