মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী শাখার উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর জেলা যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলা এলাকা থেকে একটি র্যালী বের করে সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে সকাল ৯ টায় ঝাউতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম আল কায়সারী, জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী পৌরসভার সূরাহ ও কর্ম পরিষদ’র সদস্য অ্যাড. আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বাসার, জেলা সেক্রেটারি আবু সাঈদ হাওলাদার, সদর উপজেলার যুব সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, মহান বিজয় দিবস উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত ঐতিহাসিক ভাবে আমরা পালন করছি। আমরা আজকের এই দিনে পটুয়াখালীর প্রান্ত থেকে বলতে চাই; মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের স্বপ্ন নিয়ে- একটি সাম্য-মানবিক-মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নারায়ে তাকবিরের স্লোগান ধারণ করে এই বাংলাদেশের একটি স্বাধীন ভূখণ্ড আমরা অর্জন করে একটি লাল-সবুজ পতাকা আমরা পেয়েছিলাম। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে এই জাতি স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের প্রত্যেকটি জনপদ চুরি-ডাকাতি, সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতি, অন্যের জমি দখল হয়েছে। কিন্তু এদেশের জনগণের নূন্যতম মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি।
তারা আরো বলেন, মানব রচিত কোনো মতবাদ-ফর্মুলা দিয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
জালাল আহমেদ: 













