পটুয়াখালীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্বীর্যপূর্ন ও আনন্দঘন পরিবেশে ও বর্নিল আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর মহান দিবসের প্রত্যুষে ডিসি স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার আবু ইউসুফ (বিপিএম সেবা), জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত পটুয়াখালী-১ আসনের প্রার্থী সাবেক স্বরাস্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, জেলা পরিষদের প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পৌর প্রশাসক (উপ সচিব) জুয়েল রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, গণঅধিকার পরিষদ, এনসিপি ও গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক, সরকারি ও বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
সকাল ৮ টায় পটুয়াখালী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুলিশ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনী, বেলা ১১ টায় শুল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান।
এ ছাড়াও রয়েছে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার, বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৩ টায় ডিসি স্কয়ার মাঠে বিজয় মেলার উদ্বোধন, বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
জালাল আহমেদ: 













