মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপকমিটির আহবায়ক স্থানীয় সরকার পটুয়াখালীর উপ পরিচালক (উপসচিব) জুয়েল রানা’র সভাপতিত্বে ও শিক্ষিকা ইয়া হাদিয়া সোনামনি ও মোঃ শামীম চৌধুরীদ্বয়ের সঞ্চালনায় ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ (বিপিএম সেবা), সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সেক্টরস কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মুক্তিযোদ্ধার সন্তান ইমরান হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারেক হাওলাদার, সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সরদার আব্দুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. আনোয়ারা বেগম আনুসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
সদর উপজেলার শহিদ পরিবারের সদস্যসহ ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধাকে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসন। এ ছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে সম্বর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিজয় উপহার হিসেবে নগদ অর্থ ও কম্বল দেয়া হয়।
জালাল আহমেদ: 













