শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তরুণদের আয়োজনে বরগুনার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বরগুনার টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানানো হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পুরন যুব ফাউন্ডেশনের আয়োজনে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপকূল সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক অলিউল্লাহ ইমরান, সাংবাদিক ও তরুণ সংগঠক মহিউদ্দিন অপু, বরগুনা শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক ইফরাত জাহান ইমা, আত্মোন্নয়ন মঞ্চের সদস্য সচিব সুবাহ্ তাবাসসুম ঐশী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বপ্ন পুরন যুব ফাউন্ডেশনের শিক্ষা বিভাগীয় প্রধান গোলাম রাব্বি হাওলাদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশকে যারা মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে। যারা ওই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। সতর্ক থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র আমাদের প্রতিরোধ করতে হবে।
এছাড়াও সন্ধ্যায় বরগুনা পৌর গনকবরে খেলাঘর, সিপিবি ও জল তরনীর আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
রিপন মালী, বরগুনাঃ 













