বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকালে শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে পটুয়াখালী বাসীর ব্যানারে আয়োজিত “বেগম খালেদা জিয়া’র” আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনে ধানের শীষ মার্কার প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাস্ট্র ও বানিজ্যমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামাদলের সেক্রেটারী মাওলানা মোঃ নেছারুল্লাহ, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামাদলের সেক্রেটারী মাওলানা মোঃ নেছারুল্লাহ।
মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ডাঃ রঞ্জু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এ্যাড. মো. মহসীন উদ্দিন, জেলা বিএনপি নেতা দুলাল মাদবর, জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট মঞ্জু মৃধা, বর্তমান বারের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ মো. সালাউদ্দিন, সাবেক যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, যুবদল নেতা এ্যাড. আল আমিন সুজন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ সিদ্দিকী, খন্দকার আব্দুর রহমান, লতিফ তালুকদার, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন ও সাবেক সাধারণ সম্পাদিকা জেসমিন জাফরসহ হাজারো নেতা-কর্মী।
দোয়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতা কর্মীর সমাগমে অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিনত হয়।
প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের ধানের শীষ মার্কায় ভোট চান।
জালাল আহমেদ: 













