পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোর বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দপুর একটা থেকে এ অপসারণ কাজ শুরু হয়। বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়ক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক শত ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সেহাগ মিলু জানান, “উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ স্যারের নির্দেশে এগুলো অপসারণ করা হয়। প্রধান নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের শনিবার পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণের সময় বেধে দেয়া হয়। অনেক প্রার্থীরা তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ সরিয়ে নিলেও অনেকে প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ রয়ে যায়। গ্রামগঞ্জের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণগুলো গ্রাম পুলিশকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। তারা অপসারণের কাজ করছেন।”
এ ব্যাপারে ওই সব প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে, সহকারী কমিশনার (ভূমি) হোহাগ মিলু বলেন, “এ বিষয়ে ইউএনও স্যার পদক্ষেপ নিবেন।”
এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ 













