শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফিউচার ক্যাডেট একাডেমি, পটুয়াখালী শাখার পরিচালক খাদিজা বেগম এর সভাপতিত্বে ফিউচার ক্যাডেট একাডেমি, পটুয়াখালী শাখার আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মুশফিকা মল্লিক এবং সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম।
এ সময় পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০০ জন মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সকাল ১০ টা থেকে সারে ১১ টা পর্যন্ত ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখার আয়োজনে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে জেলাব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 













