শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর রাঙ্গাবালী উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, রাঙ্গাবালী উপজেলা শাখার সহঃ সাধারণ সম্পাদক রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা এবং সঞ্চালনা করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, রাঙ্গাবালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমলি বাড়ীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, পটুয়াখালী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যনির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ পারভেজ ও যুগ্ন আহবায়ক মোঃ অহিদুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসার জেনারেল শিক্ষকগণ।
আলোচনা শেষে রাঙ্গাবালী উপজেলা শাখার আংশিক নবনির্বাচিত কমিটিতে নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সোহেল রানাকে সভাপতি, আমলি বাড়ীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ আব্বাস উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি জেলা কার্যনির্বাহী কমিটি বরাবর প্রেরন করার জন্য বলা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ 













