“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে সাতদিন ব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় ডিসি স্কয়ার মাঠে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজিত আন্তঃকলেজ টুর্ণামেন্ট বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পটুয়াখলী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম এর সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা ও জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় মির্জাগঞ্জ ২-১ গোলে বাউফল ডিগ্রী কলেজকে হারিয়ে মির্জাগঞ্জ সরকারি কলেজ জয় লাভ করে। দ্বিতীয় খেলায় মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ অনুপস্থিত থাকায় পটুয়াখালী পলিটেকনিক কলেজ ওয়াকওভার বিজয় পায়। দিনের তৃতীয় খেলায় গলাচিপা সরকারি কলেজ বনাম হাজী আক্কেল আলী কলেজ ২-২ গোলে সমতা হলে ট্রাইব্রেকারে হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ ৬টি গোল করে। অপরদিকে গলাচিপা কলেজ ৫টি গোল করায় হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ ১ গোলের ব্যবধানে জয়লাভ করে।
খেলার ধারা বিবরনীতে ছিলেন পটুয়াখালীর বিশিষ্ট ধারা ভাষ্যকর এইচ এম সোহাগ।
রেফারী ছিলেন মোঃ রেজাউল করিম, ইরতেজা হাসান মনির, হারুন তালুকদার, সাইদুল হক আজাদ ও আবুল হাওলাদার।
এ ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগীতায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলার ১১টি কলেজ দল অংশগ্রহন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














