১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে গলাচিপায় র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ইউপি সচিব সহ সুধী ও শিক্ষার্থীদের সমন্বয়ে রোববার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালীটির নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন শিবলী, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন ও সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রের সকল পরিবারের নবজাতক শিশুর জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন করা মৌলিক দায়িত্ব। দেশ ও বিশ্বে আগামী শিশুদের সকল অধিকারের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে সকল পর্যায়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান ও সচেতন হওয়ার জন্য ইউনিয়ন পরিষদে ও পৌরসভায় সঠিক তথ্য প্রদানের মাধ্যমে নাগরিক সুরক্ষা সেবা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

সাফল্যের মুকুটে নতুন পালক: সেরা বরগুনা আইডিয়াল কলেজ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে গলাচিপায় র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১০:২৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ইউপি সচিব সহ সুধী ও শিক্ষার্থীদের সমন্বয়ে রোববার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালীটির নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন শিবলী, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন ও সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রের সকল পরিবারের নবজাতক শিশুর জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন করা মৌলিক দায়িত্ব। দেশ ও বিশ্বে আগামী শিশুদের সকল অধিকারের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে সকল পর্যায়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান ও সচেতন হওয়ার জন্য ইউনিয়ন পরিষদে ও পৌরসভায় সঠিক তথ্য প্রদানের মাধ্যমে নাগরিক সুরক্ষা সেবা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।