জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ টিয়েন্টিফোরসহ ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে পটুয়াখালীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় কর্তৃক সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট কাজল বরন দাস, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, দুমকি উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, এখন টেলিভিশনের প্রতিনিধি মো. হুমায়ুন কবির, কালের কন্ঠে’র গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট প্রমুখ।
পটুয়াখালী প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ টিয়েন্টিফোরসহ ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ করে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান অর্ন্তবতীকালিন সরকার প্রধানের কাছে।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














