০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মোঃ গোলাম সরোয়ার

পটুয়াখালী প্রতিনিধিঃ দৃঢ় মনোবল নিয়ে আবারও পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে যাচ্ছেন সদর উপজেলা পরিষদ এর বর্তমান জননন্দিত চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ গোলাম সরোয়ার।

সাউথ বিডি নিউজ ২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে ধীরে ধীরে আজ এ পর্যন্ত এসেছি। আমি বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমি পটুয়াখালী সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি জীবনে কারও সাথে কোনো সময় উচ্চবাক্যে একটা কথা বলিনি কিংবা কেউ কষ্ট পাবে এমন কোনো আচরণ আমি কখনও করিনি। যদি পেরেছি মানুষের উপকার করেছি কিন্তু কারও কোনো ক্ষতি করিনি। আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি এটা দৃঢ় কন্ঠে বলতে পারি। আমি সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান থাকাকালীন একজন চেয়ারম্যান হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিলো, আমি তা যথাযথভাবে পালন করেছি। হয়ত কাউকে খুশি করতে পেরেছি, কাউকে পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সঠিক এবং সুন্দরভাবে পালন করতে। তাই, দৃঢ় মনোবল নিয়ে আবারও আমি একজন চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আশা করি সদর উপজেলাবাসী সবকিছু বিবেচনা করে আমাকে আবারও তাদের চেয়ারম্যান নির্বাচিত করবেন।”

উল্লেখ্য, এ্যাড. মোঃ গোলাম সরোয়ার ১৯৮২-১৯৮৩ সালে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এরপর ১৯৮৭-১৯৮৯ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৮৯-১৯৯১ সালে সাধারণ সম্পাদক এবং ১৯৯১-১৯৯৪ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৯৮-২০০২ সালে পটুয়াখালী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃষক লীগের নেতৃত্ব প্রদান করেন।

এ্যাড. মোঃ গোলাম সরোয়ার ১৯৯৬-২০০২ এবং ২০০৩-২০০৮ মেয়াদে পরপর দুবার বিপুল ভোটে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সাল থেকে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত দায়িত্বরত রয়েছেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

স্মার্ট ক্যাডেট মিশন একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর শুক্রবার হতে শুরু

error: Content is protected !!

আবারও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মোঃ গোলাম সরোয়ার

আপডেট সময়: ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পটুয়াখালী প্রতিনিধিঃ দৃঢ় মনোবল নিয়ে আবারও পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে যাচ্ছেন সদর উপজেলা পরিষদ এর বর্তমান জননন্দিত চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ গোলাম সরোয়ার।

সাউথ বিডি নিউজ ২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে ধীরে ধীরে আজ এ পর্যন্ত এসেছি। আমি বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমি পটুয়াখালী সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি জীবনে কারও সাথে কোনো সময় উচ্চবাক্যে একটা কথা বলিনি কিংবা কেউ কষ্ট পাবে এমন কোনো আচরণ আমি কখনও করিনি। যদি পেরেছি মানুষের উপকার করেছি কিন্তু কারও কোনো ক্ষতি করিনি। আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি এটা দৃঢ় কন্ঠে বলতে পারি। আমি সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান থাকাকালীন একজন চেয়ারম্যান হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিলো, আমি তা যথাযথভাবে পালন করেছি। হয়ত কাউকে খুশি করতে পেরেছি, কাউকে পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সঠিক এবং সুন্দরভাবে পালন করতে। তাই, দৃঢ় মনোবল নিয়ে আবারও আমি একজন চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আশা করি সদর উপজেলাবাসী সবকিছু বিবেচনা করে আমাকে আবারও তাদের চেয়ারম্যান নির্বাচিত করবেন।”

উল্লেখ্য, এ্যাড. মোঃ গোলাম সরোয়ার ১৯৮২-১৯৮৩ সালে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এরপর ১৯৮৭-১৯৮৯ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৮৯-১৯৯১ সালে সাধারণ সম্পাদক এবং ১৯৯১-১৯৯৪ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৯৮-২০০২ সালে পটুয়াখালী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃষক লীগের নেতৃত্ব প্রদান করেন।

এ্যাড. মোঃ গোলাম সরোয়ার ১৯৯৬-২০০২ এবং ২০০৩-২০০৮ মেয়াদে পরপর দুবার বিপুল ভোটে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সাল থেকে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত দায়িত্বরত রয়েছেন।