০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাল পটুয়াখালী পৌরসভা নির্বাচন; মেয়র পদে একই পরিবারের ৩ জনসহ ৬ জন মেয়র প্রার্থীর লড়াই

পটুয়াখালী প্রতিনিধিঃ আগামীকাল ৯ মার্চ শনিবারপটুয়াখালী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে ৬ জন মেয়র, ৩ টি সংরক্ষিত আসনে ১৫ জন ও ৯ টি সাধারণ আসনে কাউন্সিলর পদে ৪১ জন মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে মেয়র পদে একই পরিবারের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ প্রতিদ্বন্দ্বী ৩ জন মেয়র প্রার্থী হলেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ (জগ), তার সহধর্মিনী মার্জিয়া আক্তার সুমি (চামচ) ও বড় ভাই আবুল কালাম আজাদ (রেলইঞ্জিন)। অপর প্রতিদ্বন্দ্বী ৩ মেয়র প্রার্থী হলেন সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. শফিকুল ইসলাম (মোবাইল), পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ) ও মো.নাসির উদ্দিন খান (কম্পিউটার)।

উক্ত নির্বাচনে সংরক্ষিত ৩টি আসনে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ৬ প্রার্থী মোসাঃ তানিয়া বেগম (আনারস), নাহিদা আক্তার পারুল (বলপেন), মিতু সিকদার (জবাফুল), লাইলি বেগম (অটো রিক্সা), মনি আক্তার (টেলিফোন) ও সীমা সরকার শোভা (চশমা)। ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনে ৫ জন হলেন জাহানারা বিনতে সিকান্দার (আনারস), লাইজু (জবাফুল), সংগীতা বিশ্বাস (চশমা), শিরিন আক্তার (অটো রিক্সা) ও ঝর্না সিকদার (টেলিফোন)। ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত কাউন্সিলর আসনে ৪ জন প্রার্থী হলেন- মায়মুনা আক্তার (জবাফুল), সৈয়দা আকলিমুননেছা রুবী (অটোরিক্সা), নাজিরা ইসলাম (চশমা) ও তানিয়া আহমেদ (আনারস)।

সাধারন ৯ টি আসনে ৪১ জন প্রতিদ্বন্দীদের মধ্যে ১ নং সাধারন আসনের কাউন্সিলর পদে -৪ জন মোহাম্মদ হানিফ হাওলাদার (ডালিম), সৈয়দ মহিউদ্দিন সোহাগ (পাঞ্জাবী), মো. লোকমান হোসেন (উটপাখি) ও মো. নিজামুল হক (পানির বোতল)। ২ নং সাধারণ আসনে ৩ জন মো. চানু খান (পানির বোতল), মো. ফারুক মৃধা (পাঞ্জাবী) ও মো. জাকির হোসেন (উটপাখি)। ৩ নং সাধারণ আসনে-৬ জন হলেন মো. জাহিদ হোসেন (টেবিলল্যাম্প), মো. ফারুক হোসেন রানাব(পানির বোতল), মো. আনোয়ারুল ইসলাম (পাঞ্জাবী), শফিকুল খান (উটপাখি), কানাই লাল সাহা (ডালিম) ও মো. লিংকন হোসেন মাহারাজ (ব্রিজ)। ৪ নং সাধারণ আসনে ৪ জন মো.শফিকুল ইসলাম স্বপন (উটপাখি), মো. সাইদুর রহমান (পাঞ্জাবী), মো. মনিবুর রহমান (টেবিল ল্যাম্প) ও মো. খলিলুর রহমান (ব্রিজ)। ৫ নং সাধারণ আসনে ৪ জন মো. আলাউদ্দিন আলাল (ব্রিজ), মো. কামরুজ্জামান হেলাল (ডালিম), মো. কবির সিকদার (উটপাখি) ও মো. তারিকুল ইসলাম (পাঞ্জাবী), ৬ নং সাধারণ আসনে- ৫ জন মো. রাসেল বিশ্বাস (টেবিলল্যাম্প), মো. কামাল হোসেন (উটপাখি), মো. মিজানুর রহমান হান্নান (পাঞ্জাবী), মো. শরিফুল আলম বাবু (ডালিম) ও মো. রেজাউল হাসান (ব্রিজ)। ৭নং সাধারণ আসনে ৭ জন হলেন তুহিন খন্দকার (উটপাখি), মো. অলি আহমেদ (গাজর), অনিক খন্দকার (পাঞ্জাবী), মো.রেজাউল করিম (ডালিম), মো. নিজামুল হক (টেবিলল্যাম্প), মো. তৌহিদুল ইসলাম (ব্রিজ) ও মো. লুৎফর রহমান শাহরিয়ার (পানির বোতল)। ৮ নং সাধারণ আসনের -৪ জন হলেন মো. দেলোয়ার হোসেন আকন (উটপাখি), মো. শাহীন মৃধা (পানির বোতল), মো. মিজানুর রহমান (ডালিম) ও মো. রাকিব আকন (পাঞ্জাবী) এবং ৯ নং সাধারণ আসনের -৪ জন হলেন এস এম মতিন মাহমুদ (পানির বোতল), মো. বেল্লাল হোসেন মৃধা (উটপাখি), মো. সোহাগ উদ্দিন মৃধা (ব্রিজ) ও মোহাম্মদ ফোরকান মাহমুদ (ডালিম)।

আগামীকাল ৯ মার্চ ইভিএম পদ্ধতিতে ২৪টি কেন্দ্রের ১৪৭ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৫০ হাজার ৬৯৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৩৯৪৭ এবং মহিলা ভোটার ২৬৭৫০ জন ভোটার রয়েছে বলে জানিয়েছেন রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। ভোট গ্রহন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টি র‍্যাবের স্ট্রাইকিং টিম ও পর্যাপ্ত পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীতে জামায়াতের বিজয় র‍্যালী

error: Content is protected !!

কাল পটুয়াখালী পৌরসভা নির্বাচন; মেয়র পদে একই পরিবারের ৩ জনসহ ৬ জন মেয়র প্রার্থীর লড়াই

আপডেট সময়: ০১:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

পটুয়াখালী প্রতিনিধিঃ আগামীকাল ৯ মার্চ শনিবারপটুয়াখালী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে ৬ জন মেয়র, ৩ টি সংরক্ষিত আসনে ১৫ জন ও ৯ টি সাধারণ আসনে কাউন্সিলর পদে ৪১ জন মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে মেয়র পদে একই পরিবারের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ প্রতিদ্বন্দ্বী ৩ জন মেয়র প্রার্থী হলেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ (জগ), তার সহধর্মিনী মার্জিয়া আক্তার সুমি (চামচ) ও বড় ভাই আবুল কালাম আজাদ (রেলইঞ্জিন)। অপর প্রতিদ্বন্দ্বী ৩ মেয়র প্রার্থী হলেন সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. শফিকুল ইসলাম (মোবাইল), পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ) ও মো.নাসির উদ্দিন খান (কম্পিউটার)।

উক্ত নির্বাচনে সংরক্ষিত ৩টি আসনে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ৬ প্রার্থী মোসাঃ তানিয়া বেগম (আনারস), নাহিদা আক্তার পারুল (বলপেন), মিতু সিকদার (জবাফুল), লাইলি বেগম (অটো রিক্সা), মনি আক্তার (টেলিফোন) ও সীমা সরকার শোভা (চশমা)। ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনে ৫ জন হলেন জাহানারা বিনতে সিকান্দার (আনারস), লাইজু (জবাফুল), সংগীতা বিশ্বাস (চশমা), শিরিন আক্তার (অটো রিক্সা) ও ঝর্না সিকদার (টেলিফোন)। ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত কাউন্সিলর আসনে ৪ জন প্রার্থী হলেন- মায়মুনা আক্তার (জবাফুল), সৈয়দা আকলিমুননেছা রুবী (অটোরিক্সা), নাজিরা ইসলাম (চশমা) ও তানিয়া আহমেদ (আনারস)।

সাধারন ৯ টি আসনে ৪১ জন প্রতিদ্বন্দীদের মধ্যে ১ নং সাধারন আসনের কাউন্সিলর পদে -৪ জন মোহাম্মদ হানিফ হাওলাদার (ডালিম), সৈয়দ মহিউদ্দিন সোহাগ (পাঞ্জাবী), মো. লোকমান হোসেন (উটপাখি) ও মো. নিজামুল হক (পানির বোতল)। ২ নং সাধারণ আসনে ৩ জন মো. চানু খান (পানির বোতল), মো. ফারুক মৃধা (পাঞ্জাবী) ও মো. জাকির হোসেন (উটপাখি)। ৩ নং সাধারণ আসনে-৬ জন হলেন মো. জাহিদ হোসেন (টেবিলল্যাম্প), মো. ফারুক হোসেন রানাব(পানির বোতল), মো. আনোয়ারুল ইসলাম (পাঞ্জাবী), শফিকুল খান (উটপাখি), কানাই লাল সাহা (ডালিম) ও মো. লিংকন হোসেন মাহারাজ (ব্রিজ)। ৪ নং সাধারণ আসনে ৪ জন মো.শফিকুল ইসলাম স্বপন (উটপাখি), মো. সাইদুর রহমান (পাঞ্জাবী), মো. মনিবুর রহমান (টেবিল ল্যাম্প) ও মো. খলিলুর রহমান (ব্রিজ)। ৫ নং সাধারণ আসনে ৪ জন মো. আলাউদ্দিন আলাল (ব্রিজ), মো. কামরুজ্জামান হেলাল (ডালিম), মো. কবির সিকদার (উটপাখি) ও মো. তারিকুল ইসলাম (পাঞ্জাবী), ৬ নং সাধারণ আসনে- ৫ জন মো. রাসেল বিশ্বাস (টেবিলল্যাম্প), মো. কামাল হোসেন (উটপাখি), মো. মিজানুর রহমান হান্নান (পাঞ্জাবী), মো. শরিফুল আলম বাবু (ডালিম) ও মো. রেজাউল হাসান (ব্রিজ)। ৭নং সাধারণ আসনে ৭ জন হলেন তুহিন খন্দকার (উটপাখি), মো. অলি আহমেদ (গাজর), অনিক খন্দকার (পাঞ্জাবী), মো.রেজাউল করিম (ডালিম), মো. নিজামুল হক (টেবিলল্যাম্প), মো. তৌহিদুল ইসলাম (ব্রিজ) ও মো. লুৎফর রহমান শাহরিয়ার (পানির বোতল)। ৮ নং সাধারণ আসনের -৪ জন হলেন মো. দেলোয়ার হোসেন আকন (উটপাখি), মো. শাহীন মৃধা (পানির বোতল), মো. মিজানুর রহমান (ডালিম) ও মো. রাকিব আকন (পাঞ্জাবী) এবং ৯ নং সাধারণ আসনের -৪ জন হলেন এস এম মতিন মাহমুদ (পানির বোতল), মো. বেল্লাল হোসেন মৃধা (উটপাখি), মো. সোহাগ উদ্দিন মৃধা (ব্রিজ) ও মোহাম্মদ ফোরকান মাহমুদ (ডালিম)।

আগামীকাল ৯ মার্চ ইভিএম পদ্ধতিতে ২৪টি কেন্দ্রের ১৪৭ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৫০ হাজার ৬৯৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৩৯৪৭ এবং মহিলা ভোটার ২৬৭৫০ জন ভোটার রয়েছে বলে জানিয়েছেন রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। ভোট গ্রহন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টি র‍্যাবের স্ট্রাইকিং টিম ও পর্যাপ্ত পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে।