পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জজ এস. এম এরশাদুল আলম পাঁচ লক্ষ ইয়াবা ট্যাবলেট মামলার সাত আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। দায়রা মামলা নং- ৪৪১/২১, জিআর নং – ১৫০/১৯ মহিপুর থানা।
এ মামলা ও মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের পিপি এ্যাড. মো. নজরুল ইসলাম সূত্রে জানা গেছে, গত ০৯.০৪.২০১৯ খ্রিঃ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর কোস্ট গার্ড স্টেশনের পেটি অফিসার মো. মাইদুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যের একটি দল গভীর সাগরে জোড়া বয়ার নিকটে অভিযান চালিয়ে মাছধরা ট্রলারে বসে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান কালে পাঁচ লক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাতজন মাদক ব্যবসায়ী আটক করে মহিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। মাদকসহ আটক মো. মোশারেফ সিকদার(৫০), মো. বাদল খান(৩৫), মো. ইলিয়াস সরদার(৩২), জহির সরদার(৩১), মো. আল- আমিন(৩৫), মো. কালা ফারুক(৪৫) ও মো. সোহরাব মাঝি(৪০) কে আসামী করে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনে ৩৬(১) টেবিল ১০(গ)৪০ ধারায় একটি মামলা রুজু করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. কামাল হোসেন তদন্ত পূর্বক ২২.০৮.২০১৯ খ্রিঃ সাত আসামীর বিরুদ্ধে চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) সাত আসামীদের বিরুদ্ধে উক্ত রায় প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. চন্দন সমাদ্দার ও এ্যাড.ওয়াহিদ সরোয়ার কালাম।
পটুয়াখালী প্রতিনিধিঃ 

















