পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পুলিশের হাতে সংবাদকর্মী অমানবিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ি পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
উক্ত অভিযোগে নাসির উদ্দিন বিপ্লব বলেছেন, ঘটনার দিন ১০ জানুয়ারী বুধবার আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় কুয়াকাটা বিচে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপ সমর্থকের মধ্যে সহিংসতার খবর পেয়ে কর্মরত সাংবাদিক কুয়াকাটা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক মানবজমিন ও বিজয় টিভি’ র কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির ঘটনাস্থলে পৌঁছে পুলিশের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনার বিষয় জানতে চাইলে পুলিশ মারমুখী হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালাগালের প্রতিবাদ করলে পুলিশ সদস্যরা হোসাইন আমিরকে এলোপাথারি কিল, ঘুষি মেরে টনাহেঁচড়া করে অদূরে অবস্থানরত মহিপুর থানার ওসি’র কাছে নিয়ে যায়। সেখানেও ওসি অকথ্য ভাষায় গালিগালাজ করে গলা ধাক্কা দিয়ে সাংবাদিক আমিরকে ভ্যানে তুলে মহিপুর থানায় নিয়ে যায়। স্থানীয় পথচারীদের মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা প্রেসক্লাবের সভপতি নাসির উদ্দিন বিপ্লব, প্রেসক্লাবের কয়েকজন সদস্যকে নিয়ে থানায় গিয়ে হোসাইন আমিরকে লাঞ্ছিত করে থানায় নিয়ে আসার কারন জানতে চাইলে ওসি থানায় বসে হুসাইন আমিরকে আটক করে নিয়ে আসার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেননি। পরবর্তীতে অন্যান্য সাংবাদিকগন থানায় গেলে সাংবাদিক হোসাইন আমিরকে নাসির উদ্দিন বিপ্লবের কাছে হস্তান্তর করে পুলিশ। পুলিশ কর্তৃক একজন নিরীহ সাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনায় সাংবাদিক মহলসহ এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি পুলিশ সুাপার মো.সাইদুল ইসলামকে অবহিত করলে তিনি ঘটনার বিস্তারিত জানার জন্য সাংবাদিকদেরকে তার অফিসে আসার আহবান জানান। এ পরিপ্রেক্ষিতে বৃহষ্পতিবার (১১.০১.২৪) বেলা ১১ টায় কুয়াকাটা ও মহিপুর প্রেসক্লাবের একদল সাংবাদিক পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম এর সাথে বৈঠকে বসে এবং ঘটনার বিস্তারিত শুনে জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে একটি তদন্ত টিমের মাধ্যমে তদন্ত করে দায়ী প্রমানিত হলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দদের আশ্বাস দেন পুলিশ সুপার। এ সময় পটুয়াখালীর বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী প্রতিনিধিঃ 

















