০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক আল-আমিনকে সাময়িক বরখাস্ত

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের প্রভাষক (অর্থনীতি) মোহাম্মদ আল- আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হক কর্তৃক দেয়া সাময়িক বরখাস্ত করন পত্র ( স্মারক নং আঃ আঃ কঃ/১০২৫/২০২৩) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক( কলেজ-৩) তপন কুমার দাস স্বাক্ষরিত প্রেরিত পত্র সূত্রে ( স্মারক নং ৩৭.০২.০০০০.১০৫.৩১.১৫৮.২০২০/৭৯/৪)। জানা যায়, উক্ত প্রভাষক আল- আমিন এর বিরুদ্ধে তার স্ত্রী নুরুন নাহার কর্তৃক দায়েরকৃত পারিবারিক মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হওয়ায় চাকুরী থেকে বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আইন শাখা, প্রভাষক মো. আল- আমিনের বিরুদ্ধে দায়েরকৃত পারিবারিক ডিক্রিজারি মোকদ্দমা নং- ০২/২০২০(পারিবারিক মামলা নং ৪০/২০১৯ হতে উদ্ভূত) মূলে তাকে ৩ মাসের সাজা প্রদান করা হয়। অতপর প্রভাষক আল- আমিন আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরন করেন। পরবর্তীতে সে আংশিক টাকা জমা প্রদানপূর্বক জামিন লাভ করে। কিন্তু এখনও তিনি উক্ত মামলায় খালাস পাননি। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে নারী ও শিশু নির্যাতন মামলা ( মামলা নং- ৪৫৭/২০১৯) বিচারাধীন। এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ( প্রভাষক মো. আল আমিন) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করার জন্য কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। এ সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি ( প্রভাষক মো. আল আমিন) খোরপোষ ভাতা প্রাপ্ত হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ-৩) তপন কুমার দাস কর্তৃক প্রদত্ত পত্র প্রাপ্তিতে আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক প্রভাষক মো. আল- আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

এ ব্যাপারে প্রভাষক মো. আল- আমিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে উক্ত কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশে অনিইচ্ছুক জানান, প্রভাষক মো. আল- আমিন (অর্থনীতি) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভূমি জবর দখলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক আল-আমিনকে সাময়িক বরখাস্ত

আপডেট সময়: ০৩:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের প্রভাষক (অর্থনীতি) মোহাম্মদ আল- আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হক কর্তৃক দেয়া সাময়িক বরখাস্ত করন পত্র ( স্মারক নং আঃ আঃ কঃ/১০২৫/২০২৩) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক( কলেজ-৩) তপন কুমার দাস স্বাক্ষরিত প্রেরিত পত্র সূত্রে ( স্মারক নং ৩৭.০২.০০০০.১০৫.৩১.১৫৮.২০২০/৭৯/৪)। জানা যায়, উক্ত প্রভাষক আল- আমিন এর বিরুদ্ধে তার স্ত্রী নুরুন নাহার কর্তৃক দায়েরকৃত পারিবারিক মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হওয়ায় চাকুরী থেকে বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আইন শাখা, প্রভাষক মো. আল- আমিনের বিরুদ্ধে দায়েরকৃত পারিবারিক ডিক্রিজারি মোকদ্দমা নং- ০২/২০২০(পারিবারিক মামলা নং ৪০/২০১৯ হতে উদ্ভূত) মূলে তাকে ৩ মাসের সাজা প্রদান করা হয়। অতপর প্রভাষক আল- আমিন আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরন করেন। পরবর্তীতে সে আংশিক টাকা জমা প্রদানপূর্বক জামিন লাভ করে। কিন্তু এখনও তিনি উক্ত মামলায় খালাস পাননি। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে নারী ও শিশু নির্যাতন মামলা ( মামলা নং- ৪৫৭/২০১৯) বিচারাধীন। এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ( প্রভাষক মো. আল আমিন) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করার জন্য কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। এ সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি ( প্রভাষক মো. আল আমিন) খোরপোষ ভাতা প্রাপ্ত হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক ( কলেজ-৩) তপন কুমার দাস কর্তৃক প্রদত্ত পত্র প্রাপ্তিতে আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক প্রভাষক মো. আল- আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

এ ব্যাপারে প্রভাষক মো. আল- আমিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে উক্ত কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশে অনিইচ্ছুক জানান, প্রভাষক মো. আল- আমিন (অর্থনীতি) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।