ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ৩ নং গলাচিপা ইউনিয়ন পরিষদে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনের অবরোধে সরকারের বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকাল ১১ টা থেকে এ চাউল বিতরন শুরু হয়। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটুসহ উপস্থিত ছিলেন মোঃ জহিরুন নবী মৎস্য অফিসার গলাচিপা। তিনি বলেন, “এই পরিষদে মোট কার্ড ধারী উপকার ভোগীর সংখ্যা হচ্ছে ১৫৯০ জন। চালের পরিমান হচ্ছে ৩৯.৭৫০ মেট্রিকটন। প্রতি জেলে চাল পাচ্ছে ২৫ কেজি করে। এ চাল বিতরণে কোন অনিয়মের সুযোগ নেই।” চাউল নিতে আসা ৯ নং ওয়ার্ডের জেলে মোঃ আকাব্বার ফকির বলেন, “২৫ কেজি চাউল পেয়েছি। নদীতে ইলিশ মাছ ধরা নিষেধ, ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার চালাতে কষ্ট হয়। যদি সরকার ২২ দিনের অবরোধে আমাদের ৫০ কেজি করে চাউল দিতো তাহলে একটু আমাদের উপকার হতো।” চাউল বিতরন কালে দায়িত্বে থাকা সচিব রিপন চন্দ্র শীল বলেন, “১৫৯০ জন মৎস্য উপকার ভোগীকে সুন্দর ভাবে চাউল বিতরন করছি। প্রতিজন ২৫ কেজি করে চাউল পেয়েছে। চাউল বিতরন চলবে বিকাল পর্যন্ত।”
০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
৩ নং গলাচিপা ইউনিয়ন পরিষদে প্রজনন মা ইলিশ রক্ষায় বিশেষ ভিজিএফ চাল বিতরন
-
ষ্টাফ রিপোর্টারঃ - আপডেট সময়: ০৪:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- ৭৩০ বার পড়া হয়েছে
Tag:
জনপ্রিয়















