জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: দীর্ঘদিন আমেরিকা ও কানাডায় সফর শেষে পটুয়াখালীতে ফিরে আসায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি পটুয়াখালী- ১ আসনের মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টিকে ফুলেল শুভেচ্ছা জানান শত শত নেতা কর্মী।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা থেকে সন্ধ্যায় পটুয়াখালীর ঝাউতলা এসে পৌছলে সেখানে উপস্থিত বিএনপির হাজারো নেতা- কর্মী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিকে বাদ্যযন্ত্র সহকারে মুহুর্মুহু শ্লোগান দিয়ে বরন করে তাকে নিয়ে বিশাল শোডাউন সহকারে জেলা বিএনপি কার্যালয়ে পৌছেন।
এ সময় প্রথমে দলের সাধারণ সম্পাদক কর্মীবান্ধব নেতা এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন ও জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনুদ্বয় স্নেহাংশু সরকার কুট্টিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরন করে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান ও ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় স্নেহাংশু সরকার কুট্টিকে জেলার বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফরুজামান খোকন, রিনা মাহমুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার প্রমুখ।
নেতা-কর্মীদের উপস্থিতি এবং তাদের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত কন্ঠে স্নেহাংশু সরকার কুট্টি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ থেকে সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা জানিয়ে দেশ রক্ষা ও দেশ উন্নয়নে এবং মানুষের কল্যাণে ধানের শীষে ভােট চাওয়ার আহবান জানান।